গাইবান্ধা জেলা কারাগারের হাজতি মনোয়ারুল ইসলাম নামে মাদক মামলার এক আসামি মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ জানুয়ারি) রাতে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, ‘সোমবার রাতে হঠাৎ ব্রেণ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন জেল হাজতি মনোয়ারুল ইসলাম। তাৎক্ষণিক তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
‘পৃথক দু'টি মাদক মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন ধরে হাজতবাস করছিল মনোয়ারুল। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি গ্রামের সোনারপাড়ায়।’ জানান তিনি।
আমজাদ হোসেন আরও জানান, ‘মনোয়ারুলের মরদেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত ও সুরতহাল শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হবে।’