প্রখ্যাত ইতিহাসবিদ, একুশে পদকপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের মা জাহানারা খানের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুরে কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সকালে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে রাজধানীতে জাহানারা খানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় আত্মীয় স্বজন ছাড়াও বিশিষ্টজনেরা অংশ নেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন জাহানারা খান। মৃত্যুকালে তিন সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।
প্রফেসর ড. মুনতাসীর মামুনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কচুয়া থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ জালাল চৌধুরীসহ অনেকে।
প্রসঙ্গত, জাহানারা খানের স্বামী ছিলেন কচুয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত মেজবাহউদ্দীন খান।