গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্রিজের নিচ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়নের সমসপাড়া ব্রিজের নিচে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
পরে স্বজনরা মরদেহ শনাক্ত করে জানান, ওই যুবকের নাম রাজু মিয়া (২৮)। তিনি সমসপাড়ার মোজাম্মেল হকের ছেলে। রাজু গোবিন্দগঞ্জে নির্মাণাধীন ঢাকা-রংপুর মহাসড়কে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাজু মিয়ার স্বজন জাফেরুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যার পর ব্রিজের নিচে ফেলে যাওয়া হয় বলে ধারণা করছেন তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে অপরাধীদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।