দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে মেয়র প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের দুই সদস্যকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে কেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না; সাতদিনের মধ্যে তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য খয়বর হোসেন মওলা ও দেবাশীষ সাহা। বুধবার (৬ জানুয়ারি) গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি সুন্দরগঞ্জ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ পৌরসভায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়া হয় আব্দুল্লাহ আল মামুনকে।