ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মো. জহিরুল ইসলাম (২৩) নামে নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা। মঙ্গলবার (৫ জানুয়ারি) বাবা বাদী হয়ে মামলা করলে বিকেলে তাকে আদালতে হাজির করা হয়।
ময়মনসিংহের সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জহিরুলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, জহিরুল নেশার টাকার জন্য তার বাবাকে প্রায়ই মারধর করতো। সোমবার রাতে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ উদ্দিনের কাছে লিখিত অভিযাগ করেন বাবা আব্দুল মোতালেব। এর মধ্যে স্থানীয় ইউপি সদস্যসহ আশেপাশের লোকজনের সহায়তায় বাবা নেশাগ্রস্ত ছেলে জহিরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ জানান, নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুপুরে পুলিশের তাকে তুলে দেন বাবা। বিকেলে মামলা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।