বগুড়ায় সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে সাংবাদিকরা বগুড়া সদরের দশটিকা গ্রামে আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম-দুর্নীতির সংবাদ সংগ্রহ কালে সময় টেলিভিশনের প্রতিবেদক মাজেদুর রহমান ও চিত্র সাংবাদিক রবিউল ইসলাম রবির ওপর সন্ত্রাসী হামলা ও তাদের ক্যামেরা ভাঙচুরের প্রতিবাদ ও নিন্দা জানান।
আরও পড়ুন: সময় সংবাদের দুই সাংবাদিককে হত্যাচেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার
একই সাথে হামলার নির্দেশদাতা ও হামলাকারীদেরকে খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। গোবিন্দগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রধান আতাউর রহমান বাবলু, গোবিন্দগঞ্জ রিপোর্টাস ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক, গোবিন্দগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, প্রেসক্লাব গোবিন্দগঞ্জ'র সভাপতি শাহ রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। বক্তারা অবিলম্বে এই হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।