আগামী ১০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে বদলির আবেদন করতে হবে বিসিএস শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে কর্মরতদের। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ‘বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের ২০২০ সালের বদলি ও পদায়ন নীতিমালা অনুযায়ী, প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি ও পদায়নের জন্য অনলাইনে আবেদন আহ্বানের তারিখ অনিবার্য কারণবশত ১ থেকে ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ১০ থেকে ২৪ জানুয়ারি নির্ধারণ করা হলো।’
এ সংক্রান্ত আদেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়।