ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও এবার নতুন বছর উদযাপন হবে না বর্ণিল আয়োজনে। থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রবাসীদের।
বৈশ্বিক করোনা মহামারির বিরূপ প্রভাবে ২০২০ সাল জুড়েই সারা পৃথিবীর মানুষের মধ্যে ছিল আতঙ্ক, ভয় আর অস্থিরতা। অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবন যাপন করছেন। খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছর মানুষের মধ্যে যে আনন্দ, উৎসব, উদ্দীপনা দেখা যায়, এবার তার কিছুই নেই।
এক প্রবাসী বলেন, এ বছর হ্যাপি নিউ ইয়ার আমাদের জন্য দুঃখের। কারণ বছরজুড়ে ছিল অর্থনৈতিক সংকট, করোনার ভয়াবহ মহামারি। অনেকে হারিয়েছেন পরিবার স্বজনদের।
বিগত বছরগুলোতে, মাদ্রিদে নববর্ষকে বরণ করার জন্যে, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হতো, স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলার কারণে সেখানে এবার লোকজনের বালাই নেই। তারপরও সবাই যার যার অবস্থান থেকে নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয় একজন বলেন, এ বছর করোনার কারণে অনেক কষ্টে কাটিয়েছি। তাই আশা করছি, নতুন বছরের করোনা কাটিয়ে নতুন করে চলতে পারি।
প্রবাসীসহ স্থানীয়রা আশায় বুক বেঁধে আছেন, শুভ নববর্ষ সবার জন্য বয়ে আনবে অনাবিল সুখ শান্তি আনন্দ।