মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে চাকরির জন্য সুপারিশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে বিশেষ এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল দেওয়ার বিষয়ে নিয়েও আলোচনা করা হয়।
মাধ্যমিক স্কুলের সহকারী শিক্ষক ও নন-ক্যাডার পদে ২ হাজার ৫৯৮ জনকে নিয়োগের ফলাফল আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
সভা শেষে পিএসসির একজন সদস্য একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে বলেন, মাধ্যমিক স্কুলের সহকারি শিক্ষক পদে ২ হাজার ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আর ৩৮তম বিসিএস থেকে ৪৪৩ জনকে নন-ক্যাডারে (১ম শ্রেণির পদ) নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: ৮০ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসছে
এদিকে, একইদিন দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান সারাদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারের অধিক শূন্য আসনে দ্রুত সময়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) গত এক বছর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮০ হাজারের অধিক শূন্য পদের তালিকা সংগ্রহ করলেও নিয়োগ কার্যক্রম এখনও শুরু হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম শুরু করা হবে বলে মন্ত্রী জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান চলে যাওয়ার পর অনেকদিন এ পদটি শূন্য ছিল। এ জন্য বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক শূন্য থাকলেও নিয়োগ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। বর্তমানে নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে।
বর্তমানে সারাদেশে ৩১৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট আছে। সর্বশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হয় ২০১১ সালে। এরপর থেকে বিসিএসের নন-ক্যাডার থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছিল।