বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুয়ালালামপুরের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বলরুমে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।
কোভিড উনিশের প্রেক্ষাপটে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সব শহিদ এবং জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা ও বঙ্গবন্ধু বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ও লালিত স্বপ্ন স্বাধীনতা। দীর্ঘ ২৩ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা এবং ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতার চূড়ান্ত বিজয়। বাঙালি জাতিকে একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখিয়েছিলেন বাঙালির মহান নেতা শেখ মুজিবুর রহমান।
সব শেষে মহান মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের সব শহিদের আত্মার চিরন্তন শান্তি এবং দেশের কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় প্রবাসী বাংলাদেশিদের সুখ-শান্তির জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং মহামারি চলাকালীন যেসব প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।
সংগঠনের সদস্য শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ুন কবিরের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, শাহীন সর্দার, আওয়ামী লীগ নেতা হাজী আব্দুল হামিদ জাকারিয়া, মামুন উর রশীদ, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সহসভাপতি দাতো আকতার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান মনির, আওয়ামী লীগ নেতা গৌতম রায়, শওকত হোসেন সুমন, শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বিএম বাবুল হাসান, সহসভাপতি কবি শেখ জাহাঙ্গীর, যুবলীগ নেতা বাবলা মজুমদার প্রমুখ।