তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় ৪০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ডের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। তুষারঝড়ের কারণে, ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও।
শুভ্র চাদরে ঢাকা নিউইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাত নিউইয়র্কের রাস্তায় ব্যাপক উভোগ করতে দেখা যায় শিশুদের।
করোনা মহামারির কারণে দীর্ঘ দিন ধরে ঘরবন্দী যুক্তরাষ্ট্রের শিশুরা। কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা-মায়েরা।
আরো পড়ুন: চীন-ভিয়েতনামের ১৫ নাবিক নিয়ে জাহাজ নিখোঁজ
একজন বলছেন, ‘সত্যিই অসাধারণ। শিশুরা খুবই আনন্দ পাচ্ছে। তারা শীতটাকে সত্যিকার অর্থে উপভোগ করার সুযোগ পেয়েছে।’
অন্যজন বলেন, ‘একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া আর কিছুই করার করার ছিল না। আমরা এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। এখন কোনো বিনোদন কেন্দ্রেও খোলা নেই।’
যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউইয়র্কে বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় ৪০ ইঞ্চি। যা ২০১৭ সালের পর সবচেয়ে বেশি।
তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেটিকাটসহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এত আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম।