দল বদলের বাজারে দেশীয় কোনো নতুন ফুটবলার নেয়নি ঐতিহ্যবাহী আবাহনী। তবে দুই ব্রাজিলিয়ান তারকা তোরেস ও রাফায়েলকে কিনে চমক দেখিয়েছে রেকর্ড ১১ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।
আবাহনী মাঠে ঢুকতেই দেখা গেল প্রীতি ম্যাচের আগে দলের মাঝে উদ্দীপনা। হাটট্রিক চ্যাম্পিয়ন হবার পর গেল মৌসুমে বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকে। নতুন মৌসুমে সেই হারানো মসনদ ফিরে পেতে আবারো সামনে ফেডারেশন কাপ। বসুন্ধরা কিংসের সঙ্গে পাল্লা দিতে নতুন দুই হাই প্রোফাইল ব্রাজিলিয়ান তারকা শপিং লিস্টে পুরেছে রেকর্ড ১১ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।
দল বদলের বাজারে আবাহনী আস্থা রেখেছে পুরনোদের প্রতি। এবার দেশীয় নতুন কোনো ফুটবলার নেয়নি ক্লাবটি। ব্রাজিলিয়ান বেলফোর্ট, এক মৌসুম পর ভারতের চেন্নাই এফসি থেকে আবারো আকাশী নীলদের ডেরায় আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানি। সঙ্গে বিশ্বব্যাপী লিগ খেলা দুই ব্রাজিলিয়ান তোরেস আর রাফায়েলদের নিয়ে গড়া দলটা হারাতে পারে যে কাউকে । দলে যোগ দিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা।
সাইঘানি বলেন, 'আবারো আবাহনীতে ফিরতে পেরে ভালো লাগছে। ঐতিহ্যবাহী এই দলটাকে এবার জেতাতে চেষ্টা করব। পজিশন অনুযায়ী এবার বেশ ব্যালেন্সড টিম গড়েছে আবাহনী।'
ফ্রান্সিসকো তোরেস জানান, 'আবাহনীর সুখ্যাতির কথা ইন্টারনেটে পড়েছি। কেনার আগে আমাকে জয়ের জন্য তারা এনেছে, এটা জানিয়েছে। তাদের উদ্দেশ্য সফল করাই আমার কাজ।'
ফেডারেশন কাপে আবাহনীর দুই প্রতিপক্ষ ঐতিহ্যবাহী মোহামেডান। আর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। দলে কোনো ইনজুরি নেই। সাদ উদ্দিন, রায়হান হাসান, সোহেল রানা, নাবীব নেওয়াজ জীবন ও অভিজ্ঞ মামুনুলরা আবারো বিজয়ের মঞ্চে ফেরাবে দেশের ইতিহাসের সফলতম ক্লাবটিকে।
আবাহনী কোচ লেমোস বলেন, 'আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হবার জন্যই দল গড়ে। গেলো দুই মাস ফুটবলাররা অনুশীলন করেছে। গেলবার ভালো খেলেও বাদ পড়েছি। এবার সেটা ঘোচাবার আশা রাখি।'
ফেডারেশন কাপের পর এএফসির বাছাই পর্বের খেলবে আবাহনী। ২৬ জানুয়ারি ম্যাচ। প্রতিপক্ষ মালদ্বীপের ইগলস। শুধু বিদেশি ফুটবলারদের উপর ভর করে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয় মনে করেন আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু।
ফেডারেশন কাপের আগে এখন নিয়মিত প্রীতি ম্যাচ খেলে সময় কাটাচ্ছে ঐতিহ্যবাহীরা।