আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য টাইগার স্কোয়াড ঘোষণা হবে জানুয়ারিতে। কোনো চমক থাকছে না। আর একটা আসর দিয়েই নতুনদের যোগ্যতা যাচাই করতে চান না। আরো সময় নিতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
২০২০ সালটা সবারই খারাপ গেছে। এ বছর আর নতুন কিছু করতে চাই না, নতুন বছরে টি টোয়েন্টির নতুন দল দিবো। বলছিলেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
সত্যিই তো! এমন অপয়া বছরের কালো ছায়া যে নতুন ঘোষিত দলটার ওপর পড়বে না তার নিশ্চয়তা কি! সবার প্রত্যাশা নতুন বছরটায় জরাজীর্ণতা কাটিয়ে সুস্থ হবে পৃথিবী। নতুন উদ্যমে তখন সবকিছুকে পুরনো চেহারায় ফেরানোর চেষ্টা থাকবে ক্রিকেট বোর্ডেরও। তবে মহামারীময় বছরের শেষে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে কিছু তো জুটেছে প্রাপ্তির খাতায়। যদিও টাইগার স্কোয়াডে কোনো চমকের সুযোগ নেই।
লোয়ার অর্ডারে একজন দক্ষ উইলোবাজ খুঁজে পেতে দুরবীন দৃষ্টি ছিলো নির্বাচকদের। তবে মাত্র একটা আসর দিয়ে সে খোঁজের ইতি টানছে না তারা।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, 'একটা টুর্নামেন্টে দিয়ে সবাইকে বোঝা মুশকিল। একটা দীর্ঘ প্রক্রিয়া দরকার। অল্প কয়টা ম্যাচ দেখে বের করা সম্ভব নয়। লোয়ার অর্ডারে ফিনিশার এখনও খুঁজে পায়নি বোর্ড। তবে সময় নিয়ে তা করা হবে।'
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে কাটা পড়েছে টি-টোয়েন্টির হিসাব। তবে আন্তর্জাতিক সার্কিটে ফিরে ওয়ানডে ম্যাচে কি কাজে লাগবে এই টুর্নামেন্ট লব্ধ অভিজ্ঞতা?
মিনহাজুল আবেদীন নান্নু আরো বলেন, মহামারির সময়ে বায়ো বাবলে থেকে যে ক্রিকেট আয়োজন করা হয়েছে তা কাজে দিবে ভবিষ্যতে।
করোনাকালে বিজয় দিবসে বিশেষ কোনো আয়োজন ছিলো না বিসিবির। তবে, বিজয়ের শুভেচ্ছা ক্রিকেট সমর্থকদের ঠিকই জানিয়েছেন প্রধান নির্বাচক।