রাজধানীর বাংলামোটরে ছুরিকাঘাতে আহত কিশোর তামিম দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তামিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্বজনরা জানান, সোমবার (১৪ ডিসেম্বর) রাতে তামিম বিরিয়ানি কিনে বাসায় ফিরছিলো। পথে রাজধানীর বাংলামোটর এলাকায় সাব্বির ও শাওনের তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় চিৎকার করলে শাওন তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
একই বাড়ির এক মেয়েকে মেসেজ দেয়া নিয়ে গত কয়েকদিন আগে সালিশ হয়। প্রতিপক্ষের লোকজন তাকে হত্যার হুমকিও দেয়। এর জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
এ ঘটনায় হাতিরঝিল থানায় বাবা বাদী হয়ে হত্যা মামলা করলে জড়িত দুজনকে গ্রেফতার করে পুলিশ ।