বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা রেঞ্জ টিম। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ৩-২ সেটে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়নের শিরোপা ঘড়ে তুলেছে তারা। দীর্ঘদিন পর মাঠে উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তবে খেলা চলাকালীন সময় বার বার মাঠে দর্শক ঢুকে যাওয়ায় টুর্নামেন্ট প্রশ্নের মুখে পড়েছে।
এমন উল্লাস বঙ্গবন্ধু পাড়ায় দেখা যায়নি সম্প্রতি। করোনার যাতাকলে পিষ্ট মানুষগুলো যেন একটু সু্যোগ পেয়েই উল্লাসে ফেটে পড়লো। আনন্দের উপলক্ষ বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ। যেখানে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে শেষ সেটে হারিয়ে হ্যাট্রিক চ্যাম্পিয়ন ঢাকা রেঞ্জ টিম।
ম্যাচের শুরুতে অবশ্য বোঝা যাচ্ছিল না কার মাথায় উঠবে শিরোপার মুকুট। ম্যাচের প্রথম দুই সেট জিতে এগিয়ে ছিল ঢাকা রেঞ্জের ভলিবল খেলোয়াড়রাই। তবে ম্যাচটা যে একপেশে হবে না বোঝা যায় পরের সেটে।
ডিএমপি পরের সেটে ঘুরে দাড়ায়। সেট জিতে নেয় ২৫-২১ পয়েন্টে। এক একটা পয়েন্টে শোরগোল আসে গ্যালারি থেকে। তবে খেলার সময় বার বার মাঠে দর্শক ঢুকে যাওয়াটা চোখে লেগেছে।
চার নম্বর সেটটা হয় আরও প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ। এই সেতো ডিএমপি জিতে নিলে ফলাফল নির্ধারিত হয় শেষ সেটে।
সেখানে ১৫ -১৩ পয়েন্টে সেট জিতে নেয় প্রথম দুই সেট জয়ী ঢাকা রেঞ্জ। আনন্দের রেণু ছড়িয়ে পড়ে হ্যাট্রিক চ্যাম্পিয়নদের উল্লাসে।
হেরে কিছুটা হতাশ ডিএমপির খেলোয়াড়রা। নিজেদের প্রস্তুতির ঘাটতিকে দুষলেন। তবে খেলার মাঠে আলোক স্বল্পতায় ভুগিয়েছে দুদলকে।
এবারের টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা রেঞ্জের খেলোয়াড় আসাদ