ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামকে ২-০ গোলে হারালো ম্যানচেস্টার সিটি। এ জয়ে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো সিটিজেনরা।
ইপিএলে ট্র্যাকে ফিরলো জায়ান্ট ম্যানচেস্টার সিটি। গেল ম্যাচে বার্নলিকে উড়িয়ে দেয়ার পর, এবার ইতিহাদে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলো পেপ গার্দিওলার শিষ্যরা। গেলো ১১ বছরে সিটিজেনদের হারাতে না পারা ফুলহ্যাম এ ম্যাচেও যেনো পাত্তাই পেলো না।
ঘরের মাঠ ইতিহাদে বরাবরই অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি। সিটিজেনদের শুরুর ফরমেশনটা ছিলো ৪-২-৩-১। কোচের আস্থার প্রতিদান দিতে এতটুকু কার্পণ্য করেননি ডি ব্রুইনা-মাহরেজ-স্টার্লিংরা।
তাইতো অ্যাটাকিং ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে মুহুর্মুহু হানা স্বাগতিক ফরোয়ার্ডদের। গার্দিওলার দল ফলও পায় দ্রুত। ৫ মিনিটে ডি ব্রুইনার অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন রাহিম স্টার্লিং।
গোল খেয়ে যেন নড়েচড়ে বসে ফুলহ্যাম শিবির। বেশক'টি আক্রমণ করেও সমতায় ফেরা হয়নি অতিথিদের। উল্টো বলের দখল নিয়ে আধিপত্য বিস্তার করে সিটিজেনরা।
ম্যাচের ২৪ মিনিটে ডি বক্সে ফাউলের শিকার হন স্টার্লিং। তাতেই স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুন করেন কেভিন ডি ব্রুইনা। ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।
বিরতির পরও দাপুটে ফুটবল স্বাগতিকদের। সময়ের সাথে পাল্লা দিয়ে বেশক'টি সুযোগও পায় ম্যানসিটি। যদিও ম্যাচের ৫৭ মিনিটে মাঝমাঠ থেকে স্টার্লিংয়ের দারুন পাসে প্রতিপক্ষের রক্ষণে গোলকিপারকে ওয়ান টু ওয়ানে পেয়েও বল জালে জড়াতে পারেননি ডি ব্রুইনা।
তবে ব্যবধান কমাতে সিটিজেনদের রক্ষণেও হানা দিয়েও কাজের কাজটি করতে পারেনি ফুলহ্যাম। ফলে দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।