ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা তার পছন্দের সেরা ক্রিকেটারদের একটি তালিকা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বর্তমান সময়ের সেরা ৫ ব্যাটসম্যান-বোলারের পাশাপাশি, তার সময়কার সেরা ৫ ব্যাটসম্যান-বোলারের নামও প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ৫ ক্রিকেটারের নামও উল্লেখ করেছেন লারা।
উইন্ডিজ কিংবদন্তির মতে, বর্তমান সময়ের সেরা ৫ ব্যাটসম্যান হলেন, বিরাট কোহলি, কেইন উইলিয়ামসন, জো রুট, এ বি ডি ভিলিয়ার্স এবং স্টিভ স্মিথ। যদিও তিনি জানিয়ে দিয়েছেন, নাম আগে-পরে মানে এই নয় যে, লাইনআপটা এমন হবে। অর্থাৎ, এদের মধ্যে কাউকে নির্দিষ্টভাবে সেরা বলতে রাজি নন লারা।
তার চোখে, বর্তমান সময়ের সবচেয়ে ভয়ংকর ৫ বোলার হলেন, জাসপ্রিত বুমরাহ, জোফরা আর্চার, কাগিসো রাবাদা, জেমস অ্যান্ডারসন এবং রশিদ খান।
সমসাময়িক ক্রিকেটার, যাদের বিপক্ষে তিনি খেলেছেন, তাদের মধ্যে লারার চোখে শীর্ষ ৫ ব্যাটসম্যান হলেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, কুমার সাঙ্গাকারা এবং রাহুল দ্রাবিড।
তার সময়কার সেরা ৫ বোলারের তালিকায় লারা রেখেছেন ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, ওয়াকার ইউনিস, মুত্তিয়া মুরালিধারান এবং গ্লেন ম্যাকগ্রাকে।
সতীর্থদের মধ্যেও সেরা ৫ ক্রিকেটার বেছে নিয়েছেন লারা। কোর্টনি ওয়ালশ, কোর্টলি অ্যামব্রোস, শিভনারায়ন চন্দরপল, কার্ল হুপার এবং ক্রিস গেইল তার ড্রেসিংরুমের সেরা ক্যারিবিয়ান ক্রিকেটার।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ৫ ক্রিকেটার হিসেবে লারা বেছে নিয়েছেন, স্যার জর্জ হ্যাডলি, স্যার এভারটন উইকস, স্যার গ্যারফিল্ড সোবার্স, স্যার ভিভিয়ান রিচার্ডস এবং ম্যালকম মার্শালকে।