করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ক্লাস হচ্ছে অনলাইনে। আর এই অনলাইনে ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে বিশেষ অবদান রাখার জন্য শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করে পুরস্কৃত করবে সরকার।
এরই মধ্যে অনলাইন ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান বাছাই করা হচ্ছে। আগামী ৯ ও ১০ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলতি বছরের ডিজিটাল ওয়ার্ল্ড মেলা অনুষ্ঠান শুরু হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিজিটাল ওয়ার্ল্ড মেলার ইভেন্ট ও ডিজিটাল কন্টেন্ট বা ক্লাসের আওতায় সেরা শিক্ষাপ্রতিষ্ঠান ও সেরা শিক্ষক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হবে।
আরও জানা গেছে, ডিজিটাল কন্টেন্ট ও অনলাইনে ক্লাস নেওয়ার জন্য মোট দুইটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত করা হবে। যার একটি কলেজ পর্যায়ের এবং অন্যটি মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের। অনুরূপভাবে দুই পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও মনোনীত করা হবে।
ইতোমধ্যে অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকরা একটি করে শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের নাম এবং শ্রেষ্ঠ কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের নাম শিক্ষা অধিদপ্তরের পাঠিয়েছেন।
এ বিষয়ে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, অনলাইন ক্লাস ও ডিজিটাল কন্টেন্ট তৈরিতে শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই স্বীকৃতি করোনাকালে অনলাইন শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে।
এদিকে, করোনা মহামারির কারণে ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। গত ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের এ ছুটি বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতিতে ইতোমধ্যে প্রাথমিকের সমাপনী, জেএসসি, এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাও।