ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ সাইফউদ্দিন-নাজমুল হোসেন শান্তরা। এবার দেখা গেল তরুণ এই ক্রিকেটারদের গায়কী প্রতিভাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে একটি ভিডিও পোস্ট করেছেন সাইফউদ্দিন। সঙ্গে আছেন শান্ত ও জাকের আলী অনিক।
তিনজনই খেলছেন মিনিস্টার রাজশাহীতে। দলটির অধিনায়ক শান্ত নিয়মিত মুখ হলেও, অন্য দু'জন নিয়মিত নন। এরমধ্যে ইনজুরির কারণে এখনো মাঠে নামা হয় নি সাইফউদ্দিনের।
মাঠ আর হোটেল। করোনাকালে ক্রিকেটারদের গন্তব্য এই দু'টোই। বের হওয়ার উপায় নেই। তাই হোটেলবন্দী জীবনেই বিনোদন খুঁজে নিচ্ছেন ক্রিকেটাররা। তারই অংশ হিসেবে এবার গান গাইতে দেখা গেল তাদেরকে।
গিটার হাতে তরুণ ব্যাটসম্যান জাকের আলী অনিক। সুর তুললেন, বলবো না গো আর কোন দিন..। তাল মেলালেন সাইফউদ্দিন আর শান্তও।