এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১ বিলিয়ন ডলারের নিচের ২০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তিন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলো হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ফার্মাসিউটিক্যাল ও ফরচুন শুজ।
শনিবার (০৫ ডিসেম্বর) তালিকাটি প্রকাশ করেছে বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস।
তালিকায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দুইশ পাবলিক কোম্পানিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাদের পণ্য বিক্রির মূল্যমান এক বিলিয়ন মার্কিন ডলারের নিচে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর ‘ব্যতিক্রমী কর্পোরেট পারফরমেন্সের রেকর্ড’ আছে বলে দাবি করেছে ফোর্বস।
বাংলাদেশি তিন প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই আছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। ফোর্বস জানায়, প্রতিষ্ঠানটি বাজার মূল্য এক হাজার ৭১৬ মিলিয়ন মার্কিন ডলার। এরপর আছে রেনাটা ফার্মাসিউটিক্যাল, যাদের বাজার মূল্য এক হাজার ৭১ মিলিয়ন ডলার। তালিকার তৃতীয় বাংলাদেশি প্রতিষ্ঠান ফরচুন শুজ। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার।