মাঠে উপস্থিত ধারাভাষ্যকাররা। হাজির হয়ে গেছেন আম্পায়াররাও। তবে নেই ক্রিকেটাররা। একটু পরই তারা জানতে পারলেন, শেষমুহূর্তে একজন করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে ম্যাচটি।
দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের খবর এটি। সিরিজের ২য় ওয়ানডেটি কাল রোববার (০৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা। শেষমুহূর্তে এটিও পেছাবে না তো?
আশার খবর হচ্ছে, নতুন করে দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন নি। ফলে রোববার নির্ধারিত সূচি অনুযায়ী হবে সিরিজের ১ম ওয়ানডে। পার্লের বোল্যান্ড পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের ১ম ওয়ানডে। কিন্তু ম্যাচ শুরুর ২ ঘন্টা আগে ১ প্রোটিয়া ক্রিকেটারের কোভিড আক্রান্ত হওয়ার খবর আসে। যার কারণে ম্যাচটি স্থগিত করা হয়।
বায়ো সিকিউর বাবল প্রোটোকল ভাঙ্গা হয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখার কথা জানিয়েছে স্বাগতিক ক্রিকেট বোর্ড। তবে শুক্রবার করা টেস্টে নতুন করে দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার খবর আসেনি। যার কারণে রোববার মাঠে গড়াবে সিরিজ।
শুক্রবারের ম্যাচটি স্থগিত হওয়ায়, সেটি অনুষ্ঠিত হবে সোমবার। সবমিলিয়ে মাত্র ৪ দিনের ব্যবধানে ৩ ওয়ানডে খেলতে হবে দু'দলকে।
এর আগে টি-২০ সিরিজ শুরুর আগেও দুই প্রোটিয়া ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন। টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা ইংল্যান্ড, ওয়ানডে সিরিজে স্টোকস-আর্চারসহ বেশ ক'জন ক্রিকেটারকে বিশ্রামে রেখেছে।