লন্ডনে বসে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া ভাস্কর্যকে ইস্যু করে আন্দোলনের পায়তারা করছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার (০৫ ডিসেম্বর) জাতির জনকের ভাস্কর্য উচ্ছেদের হুমকির প্রতিবাদে রাজধানীর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘গৌরবে ৭১’ আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘শেখ হাসিনাকে হত্যার যে পরিকল্পনা করেছিল হাওয়া ভবনে বসে তার যে মূল নায়ক তারেক জিয়া লন্ডনে বসে আজকে এই বাবু নগরীদের এবং অন্যান্যদের মাঠে নামানোর জন্য ভাস্কর্য ইস্যুতে মদদ দিচ্ছে। সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, তদন্ত করে আইনের ব্যবস্থা করেন।’