সুনামগঞ্জে ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাহিরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম এন্ড্রু এন মারাক (২২)। তিনি ভারতের নরেন্দ্র ডিসির ছেলে।
র্যাব জানায়, সুনামগঞ্জ জেলা দায়িত্বপ্রাপ্ত লে.কমান্ডার মো. ফয়সল আহমদের নেতৃত্বে র্যাবের এস আই মো. দিলোয়ার হোসেনসহ র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭৭০ পিস ইয়াবাসহ ওই ভারতীয় নাগরিককে আটক করে র্যাব কার্যালয়ে নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে তাহিরপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে এসে সুনামগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তে তার সোর্সদের মাধ্যমে বিক্রি করে আসছিল বলে র্যাবের ধারণা।
এ ব্যাপারে র্যাব-৯ এর সুনামগঞ্জের দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক লে.কমান্ডার মো. ফয়সল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপরাধ দমনে সব সময় কঠোর অবস্থানে রয়েছে র্যাব।