পয়েন্ট টেবিলে উন্নতির লক্ষ্যে রাতে মাঠে নামছে বার্সেলোনা। তাদের প্রতিপক্ষ কাদিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শনিবার রাত দুইটায়। এদিকে, আরেক ম্যাচে সেভিয়ার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটি শুরু হবে রাত সোয়া ৯টায়।
৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে বার্সা। ওসাসুনা ও ফেরেঙ্কভারোসের বিপক্ষে বড় জয় পাওয়ায় বেশ ফুরফুরে মেজাজে আছে কাতালানরা। বিশ্রাম শেষে একাদশে ফিরছেন লিওনেল মেসি। এই ম্যাচে তাকে হাতছানি দিচ্ছেন দারুণ এক অর্জন। আর তিন গোল করলেই, এক ক্লাবের হয়ে পেলের ৬৪৩ গোলের রেকর্ড ভাঙবেন মেসি।
এদিকে, বাজে সময় পার করছে রিয়াল মাদ্রিদ। দোপোর্তিভো আলাভেস ও শাখতারের কাছে হেরেছে তারা। লিগে দশ ম্যাচে ১৭ পয়েন্টে চতুর্থ স্থানে আছে জিদানের দল। ইনুজরির কারণে সেভিয়ার বিপক্ষে খেলা হবে না ইডেন হ্যাজার্ডের। করোনা পজিটিভ হওয়ায় নেই লুকা জোভিচ। অনিশ্চয়তা আছে রামোসের খেলা নিয়ে।