বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডে। তার আসল নাম সুযশ পাণ্ডে। এ নামে হয়তো তাকে কেউ চিনবেই না। কিন্তু চাঙ্কি পাণ্ডে নামে ব্যাপক পরিচিতি তার।
১৯৮৭ সালে বড়পর্দায় অভিষেক ঘটে চাঙ্কির। প্রযোজক পহলাজ নিহলানি তাকে বলিউডে সুযোগ করে দেন। চাঙ্কি অভিনীত প্রথম সিনেমা ‘আগ হি আগ’। এতে তার বিপরীতে ছিলেন নীলম কোঠারি।
পরপর কয়েকটি সিনেমায় অভিনয় করে বলিউডে বিখ্যাত হয়ে ওঠে চাঙ্কি-নীলম জুটি। ‘খতরোঁ কে খিলাড়ি’, ‘মিট্টি অউর সোনা’, ‘ঘর কা চিরাগ’-এর মতো ব্যবসা সফল সিনেমায় দেখা গেছে তাদের।
খ্যাতির শীর্ষে থাকা চাঙ্কি পাণ্ডে এক সময় বলিউডের নতুন নায়কদের ভিড়ে নিজেকে হারাতে শুরু করেন। রোমান্টিক বা অ্যাকশন- কোনটিওতেই নিজেকে মেলে ধরতে পারেননি নতুনদের সঙ্গে। ধীরে ধীরে কমতে থাকে তার কাজ। নিজেকে নতুন করে প্রতিষ্ঠা করার জন্য বলিউড ছেলে পাড়ি জমান বাংলাদেশে।
১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ৬টি বাংলাদেশি সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করেন চাঙ্কি। তার মধ্য ব্যবসা সফল সিনেমাও রয়েছে। বাংলাদেশি সিনেমায় অভিনয় করে সুনাম পেলেও ২০০৩ সালে আবার বলিউডে ফিরে যান চাঙ্কি। তখনও হতাশ হিন এ অভিনেতা। কম বাজেটের কিছু সিনেমায় অভিনয় করেছিলেন সেসময়।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি আর নায়কের চরিত্রে অভিনয় করতে চান না। তার পরিবর্তে বিভিন্ন মজাদার চরিত্রে অভিনয় করতে চান। তারপরই ভাগ্য খুলে চাঙ্কি পাণ্ডের।