চাঁদপুরে মাদকের আস্তানা খ্যাত জামতলা এলাকায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারীরা ঘরে তালা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এসময় কোনো মাদক কারবারীকে ফের এলাকায় প্রবেশ করার সব পথ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। অভিযানে পুলিশের সঙ্গে স্থানীয় পৌর কাউন্সিলর ও এলাকাবাসীও একাত্মতা ঘোষণা করেন।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার বড়স্টেশন এলাকার কাউন্সিলর সফিকুর রহমান বলেন, নির্বাচনে দেওয়া বেশ কয়েকটি প্রতিশ্রুতির মধ্যে মাদক নির্মূলের কথা দিয়েছিলাম। সেই ওয়াদা পূরণ করতেই পুলিশকে সঙ্গে নিয়ে এখন কাজ শুরু করেছি।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসিমউদ্দিন বলেন, মাদক কারবারী এবং সেবনকারী কেউ এই শহরে থাকতে পারবে না। সেই জন্যই এখন থেকে সাঁড়াশি অভিযান অব্যাহত শুরু করেছি।
এদিকে বিট পুলিশের মাধ্যমে চাঁদপুর শহরে মাদকের বিরুদ্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন, স্থানীয়রা। তারা বলেছেন, এভাবে সাঁড়াশি অভিযান শুধু একবার কিংবা দুইবার নয়, প্রতিনিয়ত চালাতে হবে। তবেই সম্পূর্ণভাবে নির্মূল হবে মরণ নেশার এমন খেলা।