নিজেদের সেনা শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে চীন। আর সেই কারণেই বায়োলজিক্যাল পদ্ধতিতে সেনাদের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে সম্প্রতি এমনটাই দাবি করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জন রেক্টক্লিফ।
মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জন রেক্টক্লিফ সতর্ক করে বলেন, চীন এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার। তিনি জানান, বেইজিং চায় আমেরিকাকে দমিয়ে রাখতে। এ কারণে বিশ্বের বাকি দেশগুলোকে অর্থনৈতিকভাবে, সেনা দিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে সাহায্য করছে দেশটি।
জন রেক্টক্লিফ বলেন, মার্কিন গোয়েন্দা জানিয়েছে যে চীন তাদের সেনাদের বায়োলজিক্যাল পরীক্ষা করাচ্ছে এবং পিপলস লিবারেশন আর্মির যারা সদস্য তাদের বৈজ্ঞানিকভাবে ক্ষমতা বৃদ্ধি করা হবে।
আরও পড়ুন: ‘স্বাধীনতা ও গণতন্ত্রের’ জন্য হুমকি চীন: মার্কিন গোয়েন্দা প্রধান
এদিকে, যুক্তরাষ্ট্রের ‘স্বাধীনতা এবং গণতন্ত্রের’ জন্য চীন সবচেয়ে বড় হুমকি বলে সতর্ক করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগ। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেক্টক্লিফ অভিযোগ করে বলেন, বেইজিং নিজেদের সামরিক শক্তিকে উন্নত করতে মার্কিন প্রযুক্তি চুরি করছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করে বেইজিংকে তীব্রভাবে আক্রমণ করলেন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বলেন ‘মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত যে আমেরিকাসহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক, সামরিক এবং প্রযুক্তিগতখাতে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে প্রতিনিয়ত প্রকাশ্যে আক্রমণ করে আসছেন। এবার সেই কাতারে যোগ দিলেন এই মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান।