চলতি মৌসুমেই ৩৬ বছর বয়সে পা রাখতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স যতো বাড়ছে, ততো যেন গোলক্ষুধা বাড়ছে পর্তুগিজ মহাতারকার! ইতালিয়ান সিরিআ কিংবা জাতীয় দলে জার্সিতে, মাঠে নামলেই জাল খুঁজে নিচ্ছেন সিআরসেভেন। সিরিআ তারকা অ্যান্তোনিও ডি নাতালে মনে করেন, ৪০ বছর বয়সেও সমানতালে গোল করে যেতে পারবেন ক্রিস্টিয়ানো!
ডি নাতালে জানেন, সিরিআয় বয়স্ক হিসেবে গোল করার মজা কেমন! ইতালিয়ান লিগে তার ২০৯ গোলের ১৬২টিই এসেছে, যখন তার বয়স পেরিয়েছে ৩০-এর কোঠা।
রোনালদোও সমানতালে খেলে যাচ্ছেন। ডি নাতালে মনে করেন, আগামী কয়েক বছরও এভাবেই পারফর্ম করে যেতে পারবেন রন।
স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেয়া সাক্ষাৎকারে নাতালে বলেন, রোনালদো এবং মেসি অন্য যে কারো তুলনায় বেশি গোল করছে। রোনালদো ইতালিতে প্রমাণ করছে, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা অন্য যেখানেই সে ছিল, সবই তার সামর্থ্যের মধ্যেই ছিল।
তিনি বলেন, প্রতি মৌসুমে সে আপনাকে ৩০-৩৫টা গোলের নিশ্চয়তা দেয়। সে কঠোর পরিশ্রম করে, প্রতিদিন উন্নতি করে এবং অন্যদের চেয়ে নিজেকে আলাদা হিসেবে উপস্থাপন করে। এমনকি যখন তার বয়স ৪০ হবে, তখনো সে এভাবেই গোল করে যাবে।
সিরিআ'য় ৩৯ বছর বয়সেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন আরেকজন ফরোয়ার্ড। তিনি সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। এই মৌসুমেও এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তিনি।
জ্লাতান প্রসঙ্গে নাতালে বলেন, সে একজন চ্যাম্পিয়ন ফুটবলার এবং এসি মিলানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন। সে প্রতিদিনই প্রমাণ করে চলছে, বয়স আসলে কোন ব্যাপারই নয়। যখন আমার বয়স ৩৮ ছিল, আমার মনে হতো আমি তখন ২৮ বছর বয়সী। মানসিক দৃষ্টিভঙ্গি আপনাকে পার্থক্য গড়ে দিবে।