হবিগঞ্জে শিল্প দূষণ ও জনদুর্ভোগ বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী এ গণশুনানির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
বেলা প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. এমরান হোসেন, সিভিল সার্জন একেএম মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ও পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন। গণশুনানিতে অংশ নেন স্থানীয় ভুক্তভোগী, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, কেউ নিয়ম না মানলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া হবে। উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ইকরামুল ওয়াদুদ।