কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জ্বলতে থাকা ভয়াবহ দাবানল। বহু বাড়িঘর আর গাছপালা এরই মধ্যে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে গেলেও পরিস্থিতির শুধু অবনতিই হচ্ছে। আগুন ক্রমেই লোকালয়ের দিকে ছড়িয়ে পড়তে থাকায় প্রতিদিনই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন স্থানীয়রা।
দাবানলে এখন পর্যন্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলের সাড়ে ছয় হাজার একর এলাকা পুড়ে গেছে আগুনে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু বাড়িঘর, গাছপালা আর অবকাঠামো। প্রাণে বাঁচতে ২৫ হাজারের বেশি মানুষ নিজ এলাকা ছেড়ে গেছেন।
দমকল বাহিনী দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের। কিন্তু কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না বন্য আগুন। বরং ঝোড়ো হাওয়ায় ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়। আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে মনে করছে দমকলবাহিনী।
তীব্র দাবদাহে প্রায় প্রতিবছরই ক্যালিফোর্নিয়াসহ কিছু এলাকায় দাবানল দেখা দেয়। তবে চলমান দাবানলের সূত্রপাত বসতবাড়ির জেনারেটর বিস্ফোরণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই এলাকায় জরুরি সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ।