কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা ও ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের লেকের পাড়ে সাংস্কৃতিক সংগঠন উদীচীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। মূর্তি হচ্ছে যার উপাসনা করা হয়। আর কোনো ব্যক্তি বা রাষ্ট্রের ঐতিহ্য-ইতিহাসকে স্মরণ করার জন্য ভাস্কর্য তৈরি করা হয়। কিন্তু বাংলাদেশে কিছু মৌলবাদী গোষ্ঠী মূর্তি ও ভাস্কর্যের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করছে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে যারা সমালোচনা করেন তাদের মতো মৌলবাদী ও উগ্রবাদীর বাংলায় কোনো ঠাঁই নাই হুঁশিয়ারি দিয়ে সংগঠনের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়।