গেল সেপ্টেম্বর ভারতের লোকসভায় বিতর্কিত কৃষি বিল পাস হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছে দেশটির কৃষকেরা। আইনটি বাতিলের দাবিতে ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন।
'দিল্লি চলো' আন্দোলনের পর মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভারতজুড়ে বনধ কর্মসূচির ডাক দিয়েছে কৃষকরা। সরকারের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় এ কর্মসূচি বলে জানিয়েছেন তারা।
কৃষকদের এই আন্দোলনে ইতোমধ্যেই দেশটির বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো একাত্মতা ঘোষণা করেছে। মোদি-বিরোধী আন্দোলনের ৮ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যজুড়ে কৃষকদের সঙ্গে সামিল হবেন বলে জানিয়েছেন। যদিও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তুমার জানিয়েছেন, আলোচনা চলছে। খুব শিগগিরই সরকার সমাধানে পৌঁছতে পারবে।
এদিকে, বিতর্কিত কৃষি আইন বাতিলের দিকেও যেতে পারে মোদি সরকার। সরকারের শীর্ষ পর্যায়ে বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক চলছে বলে জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।
গেল ২৫ নভেম্বর থেকে পাঞ্জাব ও হরিয়ানার কয়েকশ' কৃষক দিল্লি চলো অভিযানে সামিল হন। দিল্লিতে প্রবেশের সময় কৃষকদের ওপর জলকামান ও লাঠিচার্জ করে দিল্লি পুলিশ। তীব্র শীত ও করোনা আবহ উপেক্ষা করে উত্তরপ্রদেশ, উত্তরাখান্ডসহ আরো কয়েকটি রাজ্যের কৃষকরা দিল্লির আন্দোলনে সামিল হয়েছেন। সরকারের সঙ্গে এখন পর্যন্ত তিন দফায় বৈঠক হয়েছে।