পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন সংশ্লিষ্ট আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকলের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ করেন আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।
এসময় বিক্ষোভকারীরা অবিলম্বে পঞ্চগড় চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল করে শ্রমিক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ করে পঞ্চগড় চিনিকল চালু রাখার দাবি জানান।
পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আখচাষি কাজী মিজানুর রহমানসহ শ্রমিক কর্মচারীরা বক্তব্য রাখেন। অবিলম্বে মিল চালু করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন আখচাষি ও শ্রমিক কর্মচারীরা।