পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নভেল করোনাভাইরাস শনাক্তে অ্যান্টিজেন টেস্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা.আফরোজা বেগম রিনা আনুষ্ঠানিকভাবে অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করেন।
জানা যায়, করোনাভাইরাস শনাক্তের দ্রুততম পদ্ধতি হলো অ্যান্টিজেন টেস্ট। এ পদ্ধতিতে একটি স্ট্রিপের মাধ্যমে রোগীর করোনা পরীক্ষা দ্রুত সময়ের সম্পন্ন হবে এবং মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে পাওয়া যাবে ফলাফল।
এজন্য ইতোমধ্যে হাসপাতালের একজন মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও একজন পরিসংখ্যানবিদ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তাদের নিয়ে অ্যান্টিজেন টেস্ট সম্পন্নের লক্ষ্যে টিম গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন। এই অ্যান্টিজেন টেস্টের ফলে পিসিআর ল্যাবের উপর থেকে চাপ কমে আসবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
পঞ্চগড়ে প্রথম দিনে শুরুর দিক তিনজনের অ্যান্টিজেন টেস্ট করা হলে তাদের মধ্যে দুজনের নেগেটিভ ও একজনের ফলাফল পজেটিভ আসে।