ষড়যন্ত্রকারীরা নানা বেসে এখনো তৎপর। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শেখ মনির হাতে গড়া যুবলীগকে সদা জাগ্রত থাকতে হবে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে জয়দেবপুর বিদ্যানিকেতন স্কুল মাঠে গাজীপুর মহানগর যুবলীগ আয়োজিত শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় নগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল এসব কথা বলেন।
এর আগে পাঁচশতাধিক দুস্থ মানুষের মাঝে শীতবন্ত্র ও রেল স্টেশনে বিশেষ খাবার বিতরণ করেন তিনি। পরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে মনির প্রতীকী স্মৃতিফলকে পুষ্পস্তমাল্য অর্পণ করা হয়। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী যুবলীগের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ মুজিব পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় অনুষ্ঠানে।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক এসএম আলমগীর হোসেন,সদস্য ইকবাল হোসেন মাস্টার,রাহাত খান,কাইয়ুম সরকার, তোফাজ্জল হোসেন প্রমুখ।