কাতার বাংলাদেশ কমিউনিটিতে চলছে জামাল ভূঁইয়াদের ফুটবল ম্যাচ ঘিরে আনন্দ উৎসব।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে ম্যাচে কাতার বিরুদ্ধে খেলতে আসায় দীর্ঘ ১৫ দিন আনন্দ উৎসব বিরাজ করছে কমিউনিটিতে।
করোনা বিধিনিষেধ উপেক্ষা করেও দুই প্রস্তুতি ম্যাচে প্রিয় মাতৃভূমির বাংলাদেশ ফুটবল টিমকে উৎসাহ দিতে হাজির হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা, কমিউনিটির প্রত্যাশা ভাল খেলা উপহার দিবে লাল সবুজের জার্সি দারী জামাল ভুঁইয়ারা।
এক কাতার প্রবাসী বাংলাদেশি বলেন, 'বাংলাদেশ ফুটবল টিম কাতারে আসছে আমরা খুবই আনন্দিত। আমরা কাতার বাংলাদেশ কমিউনিটি আশা করি, বাংলাদেশ ফুটবল টিম ভাল একটা খেলা আমাদের উপহার দিবে'
কাতার বাংলাদেশ কমিউনিটি নেতা আমিনুল হক কাজল বলেন, 'আমরা যারা মুখিয়ে আছি বাংলাদেশ দলের বিজয় দেখতে, আশা করি আমরা একটি সুসংবাদ পাব। বাংলাদেশ জাতীয় দলকে অভিনন্দন জানাচ্ছি।