ইসলামের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকে ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা।
শুক্রবার (০৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি'র ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তারা।
এসময় শেখ ফজলুল হক মনির অবদানের কথা স্মরণ করেন নেতারা।
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, ‘আমরা ধর্ম ভীরু জাতি কিন্তু আমরা কিন্তু ধর্মান্ধ নই। যে মৌলবাদের উত্থান হওয়ার পায়তারা, আমাদের এটার আরো গভীরে যেতে হবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এমনকি তাদের প্রিয় পাকিস্তানেও ভাস্কর্য আছে কিন্তু সেখানে ইসলাম যায় না, কিন্তু ইসলাম যায় শুধু বাংলাদেশের জন্য।’