সম্প্রতি টলিপাড়ায় খবর ছড়িয়েছিল- রাজনীতিতে আসছেন পরিচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সিপিএমের একটি ফ্রি কোচিং উদ্বোধন করার পরই এ গুঞ্জন ছড়িয়ে পড়েছিল টলিউডে। সেসময় রাজনীতিতে আসা নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী।
এবার মুখ খুলেছেন। কলকাতার প্রথম সারির একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রাজনীতিতে আসার খবরটি সম্পূর্ণ গুজব। শ্রীলেখার ভাষায়, ‘এ রকম কিছুই করছি না। ভবিষ্যতে যদি কখনো আসি জানতে পারবে।’
জানা গেছে, বাম রাজনীতিতে বিশ্বাসী শ্রীলেখা। সমর্থন করেন লাল পতাকার। শ্রীলেখা রাজনীতি আসার খবর উড়িয়ে দিলেও টলিপাড়া সে খবর উড়িয়ে দিচ্ছে না। কেউ কেউ বলছেন, ভবিষ্যতে লাল দলের হয়েই মাঠে নামবেন এ অভিনেত্রী।
তবে রাজনীতিতে না আসার কারণ উল্লেখ করেছেন শ্রীলেখা। একাধিক কারণ রয়েছে তার ঝুলিতে। প্রথমত, মনপ্রাণ দিয়ে অভিনয় করতে চান। দ্বিতীয়ত, তিনি বাম দলের সমর্থনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও এখনও সিপিএম সম্পর্কে অনেক কিছু শেখার বাকি, জানার বাকি।
সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, ‘আমি কখনো এমএলএ বা এমপি হওয়ার স্বপ্ন দেখি না। কিছু মানুষ রাজনীতিও করেন, আবার টিকটক ভিডিও করেন। ওটা আমি পারব না। একসঙ্গে দুটো কাজ আমার দ্বারা হয় না।’