ওয়ানডে সিরিজ হারের পর, টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে ভারত। ১ম ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে ভারতীয়রা। জবাব দিতে নেমে ১৫০ রান তুলতে সক্ষম হয় অজিরা।
ক্যানবেরার মানুকা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয়দের শুরুটা ভালো হয় নি। দলীয় মাত্র ১১ রানে মিচেল স্টার্কের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান।
ব্যাট হাতে ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলিও। তার সংগ্রহ মাত্র ৯ রান।
সাঞ্জু স্যামসনকে নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে ওঠেন আরেক ওপেনার লোকেশ রাহুল। স্যামসন ফিরে যান ২৩ রান করে। তবে ফিফটি তুলে নেন রাহুল। ৪০ বলে ৫১ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।
তবে শেষদিকে রবিন্দ্র জাদেজার ২৩ বলে ৪৪ রানের হার না মানা ইনিংসে, ১৬১ রানের লড়াকু পুঁজি পায় ভারত।
৩ উইকেট নেন হেনরিকস।
জবাব দিতে নেমে দুর্দান্ত সূচনা পায় স্বাগতিকরা। উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। তবে এসময় অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৫ রান করে আউট হলে, পথ হারায় অজিরা।
দ্রুতই বিদায় নেন ওয়ানডে সিরিজের দুই ইনফর্ম ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল। বিপদে পড়ে অজিরা।
ওপেনার আর্চি শর্টের ৩৮ বলে ৩৪ রানের ধীরস্থির ইনিংস বিপদ আরো বাড়িয়েছে। ফলে দ্রুত রান তোলার পাল্লায় যোগ দিতে গিয়ে খেই হারায় অজি ব্যাটসম্যানরা। হেনরিকস করেন ২০ বলে ৩০ রান। তবে সেটি জয়ের জন্য যথেষ্ট ছিল না।
শেষ পর্যন্ত ১১ রানের হার মেনে মাঠ ছাড়তে হয় স্বাগতিকদেরকে।
৩টি করে উইকেট নেন দুই ভারতীয় স্পিনার নাটরঞ্জন ও চাহাল।