বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক। ছোটপর্দায় বেশ জনপ্রিয় তিনি। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস’র এবারের আসরে অংশ নিয়েছেন তিনি। আর অংশ নিয়েই নিজের ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক পর্বে নিজের ছোটবেলার স্মৃতি শেয়ার করেন কবিতা। জানান, ছোটবেলায় তিনি যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। তাও ষাটোর্ধ্ব অংক শিক্ষকের হাতে। ছোটবেলার সেই মুহূর্ত এখনও ভুলতে পারেননি কবিতা।
তার ভাষায়, ‘তখন আমার বয়স ছিল ১১ বছর। গণিতে আমি দুর্বল ছিলাম। আমার জন্য গৃহশিক্ষক ঠিক করা হয়। একদিন মা বাড়িতে না থাকায় সুযোগ পেয়ে ওই শিক্ষক আমার সঙ্গে অশ্লীল কথা বলেন। তারপর অশালীনভাবে আমার বিভিন্ন অঙ্গ স্পর্শ করেন।’
মাকে এ ঘটনার কথা জানানোর পর বিশ্বাস করেননি তিনি। তার মা ভেবে ছিলেন, অংক করবে না বলে মেয়ে মিথ্যা বলছে। পরে শিক্ষক বদল করা হলেও অংক শেখা হয়নি অভিনেত্রীর। স্নাতক করেছেন দর্শনশাস্ত্রে।
তারপর মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন। ২০০১ সালে অডিশন দেন ‘কুটুম্ব’ ধারাবাহিকের জন্য। কাজের সুযোগ পাওয়ায় চলে যান দিল্লি। গড়ে তোলেন নিজের শক্ত অবস্থান। তারপর ‘কোই আপনা সা’, ‘কহানি ঘর ঘর কি’, ‘কমল’, ‘কহানি তেরি মেরি’-সহ অনেক ধারাবাহিকে দেখা গেছে কবিতাকে।