তুরস্কের একজন সুফি আধ্যাত্মবাদী কবি ছিলেন ইউনুস এমরে। যিনি আনাতেলিয়ার সংস্কৃতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছেন। তার জীবনী নিয়ে ২০১৪ সালে নির্মিত হয়েছে সিনেমা ‘ইউনুস এমরে: আশকিন সেসি’। তারপরের বছর নির্মিত হয়েছে টেলিভিশন ধারাবাহিক ‘ইউনুস এমরে: আশকিন ইওলচুলুউ’।
ধারাবাহিকটির পাকিস্তানের পিটিভিতে উর্দু ভাষায় ডাবিং করে প্রচার হচ্ছে। ‘ইউনুস এমরে’ পাকিস্তানিদের মধ্যে সুফিবাদের আবেদন তৈরি করতে সক্ষম বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তাই তিনি পাকিস্তানিদের তুর্কি এ ধারাবাহিকটি দেখতে বলেছেন। গত বুধবার এক টুইটের মাধ্যমে এ আহ্বান জানিয়েছেন তিনি।
ইমরান খান মনে করেন, ‘যারা সুফিবাদে আগ্রহী তাদের আমি পিটিভিতে প্রচার হওয়া ইউনুস এমরে ধারাবাহিকটি দেখার জন্য সুপারিশ করছি।’ এর আগে ‘এরতেগুল’ ধারাবাহিকটি দেখার জন্যও পাকিস্তানিদের আহ্বান জানিয়েছিলেন ইমরান খান।
‘ইউনুস এমরে’ ধারাবাহিকটি যৌথভাবে পরিচালনা করেছেন এমরে কোনুক ও কামিল এয়েদিন। এটি রচনা করেছেন মেহমেদ বোজদাগ। পিটিভি ছাড়াও বাংলাদেশের চ্যানেল আইয়ে ২০১৯ সালে প্রচার হয়েছিল ধারাবাহিকটি।