চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য একটি প্রতিষ্ঠানকে মাত্র এক ডলার অর্থ প্রদান করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান- নাসা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) চাঁদের নমুনা সংগ্রহের জন্য লুনার আউটপোস্ট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে নাসা। জানা যায়, স্বল্পমূল্যে চাঁদের নমুনা সংগ্রহের জন্য নাসার করা চারটি চুক্তির একটির আওতায় মাত্র এক ডলারে এ পাথর সংগ্রহ করছে প্রতিষ্ঠানটি।
নাসার এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিষ্ঠানটি চাঁদ থেকে পাথর এবং অন্যান্য তথ্য সংগ্রহ করেছে।
৫০ থেকে ৫শ' কেজি পরিমাণ চাঁদের মাটি পৃথিবীতে আনবে তারা। নাসার সঙ্গে চুক্তি করা বাকি দুটি প্রতিষ্ঠান হলো ক্যালিফোর্নিয়ার মাস্টেন স্পেস সিস্টেম ও টোকিওর ইউস্পেস। ২০২৩ সালের মিশনকে সামনে রেখেই চাঁদের দক্ষিণ মেরু থেকে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
চাঁদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই অভিযান চালিয়ে আসছে নাসা।
এদিকে, গত মঙ্গলবার (১ নভেম্বর) চাঁদ থেকে পাথর সংগ্রহের জন্য মহাকাশযান পাঠিয়েছে চীন। এরই মধ্যে চাঁদের বুকে অবতরণ করা ল্যান্ডারটি ছবি পাঠাতে শুরু করেছে বলে জানা গেছে।