সময়টা ভালো যাচ্ছে না কঙ্গনার। একের পর এক মন্দদশা লেগেই আছে তার। সম্প্রতি তাকে বয়কটের ডাক দিয়েছিল পাঞ্জাবের একঝাঁক শিল্পী। কৃষক আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মূলত তার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন শিল্পীরা। এবার একই কারণে কঙ্গনাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে। তাদের দাবি, কুরুচিকর মন্তব্য করায় কঙ্গনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। একজন প্রবীণ নাগরিককে হেয় করার অধিকার তার নেই।
গেল ২৭ সেপ্টেম্বর ভারতের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছিল কৃষকরা। কৃষি আইনের বিরুদ্ধে সারা দেশজুড়ে পথে নেমেছেন কৃষকেরা। তখনই এই প্রতিবাদকে ‘দেশদ্রোহিতা’ বলে উল্লেখ করেন কঙ্গনা।
পাশাপাশি শাহিনবাগ খ্যাত ৮২ বছরের বিলকিসকে হেয় করেন এ অভিনেত্রী। বলেন, বিলকিস এই আন্দোলনেও হাঁটছেন! ১০০ টাকার বিনিময়ে নাকি বিভিন্ন প্রতিবাদে তাদের রাস্তায় নামানো হচ্ছে।