জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নব নির্বাচিত আহ্বায়ক কমিটি।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন নতুন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল আলম খান, হাজী মোহাম্মাদ আলতাফ হোসেন বিপ্লবসহ কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেন, দেশের মানুষের জন্য সর্বদা ত্যাগ স্বীকার করেছেন মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।