শোবিজের উঠতি অভিনেত্রী জেনিকা বৃষ্টি। সম্প্রতি অভিনয় করেছেন ‘কাল রাত আজ রাত’ শিরোনামের একটি একক নাটকে। নাটকটির কাহিনী, সংলাপ ও পরিচালনা করেছেন রিদম খান শাহীন। নাটকে বৃষ্টি অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ ও মনোজ প্রামাণিকের বিপরীতে।
নাটকটি প্রসঙ্গে জেনিকা বৃষ্টি বলেন, ‘নাটকের গল্প বেশ সুন্দর ও ভিন্নধর্মী। এটি আমাদের বাস্তব সমাজের গল্প। এক কথায় অসাধারণ একটি গল্প নির্ভর নাটক এটি। আর সহ শিল্পী হিসেবে শতাব্দী ওয়াদুদ ও মনোজ প্রমানিক দাদা দুইজনই অনেক সিনিয়র ও জনপ্রিয় তারকা। তাদের সঙ্গে প্রথম কাজ। গল্প নির্ভর নাটক বলেই অভিনয় করার আগে একটু টেনশন কাজ করছিল। পরবর্তীতে কাজের সময় পরিচালক ও সহশিল্পীদের সহযোগিতায় আমি ভালোভাবেই কাজটা শেষ করতে পেরেছি। সব মিলিয়ে সত্যিই সুন্দর একটি কাজ হয়েছে।’
বৃষ্টি আরও জানান, নাটকে ‘পাপড়ি’ চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ। চিত্রায়ণ শেষে নাটকটি এখন সম্পাদনা টেবিলে। শিগগিরই একটি স্যাটেলাইট টেলিভিশনে প্রচার হওয়া কথা রয়েছে নাটকটির।
শোবিজের উঠতি এ অভিনেত্রী সম্প্রতি ব্যস্ত সময় পার করছেন একাধিক কাজ নিয়ে। এরই মধ্যে তিনি শেষ করেছেন কবরী সারোয়ার পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার চিত্রায়ণ। এতে ‘তানিয়া’ চরিত্রে দেখা যাবে বৃষ্টিকে। গতানুগতিক ধারার বাইরে ভিন্নধর্মী কাজ দিয়ে দর্শকমনে জায়গা করে নিতে চান জেনিকা বৃষ্টি।