বিশ্বজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত এবং সেই সাথে বাড়ছে করোনায় মৃত্যু। এবার করোনায় আক্রান্ত হয়ে একই দিনে একই সময়ে মারা গেলেন এক দম্পতি।
ঘটনাটি শুনতে অদ্ভুত লাগলেও এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশিগানে। তাদের নাম হল লেসলি ও প্যাট্রিসিয়া দম্পতি। প্রায় ৫০ বছরের দাম্পত্য জীবন তাদের।
লেসলি ও প্যাট্রিসিয়ার দাম্পত্য জীবনের শুরুটা আনন্দে হলেও শেষটা হয়েছে মহামারিতে। তাদের পথ চলা একই সঙ্গে শুরু হয়ে একসঙ্গেই শেষ হল। তারা একসঙ্গে নাচতেন আবার বাচ্চাদের সামলাতেনও একসঙ্গে। পরিবারের সকলের সঙ্গেও ওঠাবসা ছিল তাদের।
করোনার দ্বিতীয় ঢেউয়ে এই দম্পতি আক্রান্ত হন এবং শেষ পর্যন্ত গত মঙ্গলবার (১ ডিসেম্বর) প্যাট্রিসিয়া (৭৮) ও লেসলি (৭৫) মারা যায়। আক্ষরিক অর্থেই এরকম 'দাম্পত্য' দেখে অবাক গোটা বিশ্ব।
তাদের মেয়ে জোয়ান্না সিস্ক জানান, বাবা-মা আক্ষরিক অর্থেই সব কাজ এক সঙ্গে ভাগ করে নিতেন। তবে তাদের মৃত্যুর ঘটনায় আমরা শোকার্ত। তবে এটা আমাদের তত আশ্চর্য করে না, কেননা তারা সত্যিই সব সময় এক সঙ্গেই থাকতেন।
জানা গেছে, হোটেলে খেতে গিয়ে কোনভাবে তারা করোনা সংক্রমণের শিকার হয়েছিলেন। একই সঙ্গে তারা হাসপাতালেও ভর্তিও হয়েছিলেন। মারাও গেলেন এক সঙ্গে।
সূত্র: ইউএস টুডে