করোনাভাইরাসের তাণ্ডবে আবারও দিশেহারা যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৯১৮ জন। এ নিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮২ হাজার ৮২৯ জন।
দেশটিতে মহামারির প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা বেড়েছে। এতে দেশটির পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, প্রথম ঢেউয়ের সময় দৈনিক সর্বোচ্চ মৃত্যু ছিল (১৫ এপ্রিল) ২ হাজার ৬০৭ জন। আর দ্বিতীয় ঢেউয়ে গত বুধবার (২ ডিসেম্বর) মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৭ জনের।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ১৮ হাজার ৫৭৪ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৯৪ জন।
আরও পড়ুন: বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১৫ লাখ
এদিকে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অধ্যাপক ড. জনাথান রীনার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, আগামী ৮ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে।
এদিকে বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৫ লাখ ১১ হাজার।
করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৭৮১ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৩১ হাজার ৩৯৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৪২৭ জন।