কিশোরগঞ্জের ভৈরবে নদীর তীর দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটি। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নদীর তীর দখল করে গড়ে উঠা ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া তীর দখল করে রাখা অবৈধ দোকানপাটের আসবাব পত্র আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ। এ সময় তাকে সহায়তা করেন নৌ পুলিশের অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ও নৌ পুলিশের সদস্যরা।
অভিযান প্রসঙ্গে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, নদীর তীর সংরক্ষণ ও নদী দূষণ রোধে নিয়ম মেনে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।