মুজিবর্ষ উদযাপনে কুয়েত প্রবাসীরা আয়োজন করেছেন মুজিববর্ষ বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্ট।
বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েত এর আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয় এই আসর। এতে প্রবাসী বাংলাদেশিদের ২০টি দল অংশগ্রহণ করে। শেষ হয়েছে প্রথম রাউন্ড। দ্বিতীয় রাউন্ডে খেলবে আটটি দল।
এদিকে, মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। ১৮ ডিসেম্বর আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে মুজিববর্ষ বিজয় কাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।