মৌলভীবাজারে পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এসএসসি পড়ুয়া এক শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ভোরে মৌলভীবাজার ব্রাম্মণগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানিয়েছে, কিশোরী মেয়েটির এক বান্ধবী গভীর রাতে মৌলভীবাজার মডেল থানায় ফোন দিয়ে বিয়ের বিষয়টি জানায়। তখন মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একটি পুলিশি টিম সদর উপজেলার ব্রাম্মণগাঁও গ্রামে অভিযানে নামে। এসময় একটি বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা ও সাজুগুজু দেখে সেখানে পুলিশ ঢোকে। পরে জানতে পারে আজাদ বখত স্কুল অ্যান্ড কলেজে পড়া এসএসসির শিক্ষার্থীর বিয়ে দেয়া হচ্ছে রাজনগর কদমহাটা গ্রামের সহিত মিয়ার সঙ্গে।
জন্ম সনদ অনুযায়ী কিশোরীর বয়স ১৬ বছর হওয়ায় পুলিশ আইনের বিষয় ও অল্প বয়সে বিয়ের খারাপ দিক তুলে ধরে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। বিষয়টি তারা বুঝতে পেরে তারা বিয়ে বাতিল করেন।
কিশোরীর বয়স ১৮ হওয়ার পরই তার বিয়ে হবে বলে পুলিশকে লিখিত দেন।